Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরতলীর ছোট বহুলা গ্রামে ২ মেম্বার সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ ৫০ জন আহত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ছোট বহুলা গ্রামের দুই মেম্বারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরতলীর ছোট বহুলা গ্রামের বর্তমান ইউপি মেম্বার নুরুল হক ও সাবেক মেম্বার ওয়াহাব মিয়ার মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। গত শনিবার এক পক্ষের আবুল হোসেনের ছেলে সাইদুল ও অপর পক্ষের জালাল উদ্দিনের ছেলে কুতুব উদ্দিনের মধ্যে ফুটবল খেলা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের হিসেবে ধরে পরদিন গতকাল রোববার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ৪৪ রাউন্ড বুলেট রাবার বুলেট ও ৩০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে গোলাম মস্তফা (৪০), আব্দুল জলিল (৫০), কাপিল মিয়া (৬০), ওয়াহিদুর রহমান (২৪), সুজন মিয়া (২০), মিলন মিয়া (৪০), মাসুদ আলী (৩৫), রাসেল মিয়া (১৭), কদর আলী (৩০), নিলু মিয়া (৩০), সুমন মিয়া (১৮), সাহিদ মিয়া (৩৮), আব্দুর রশিদ (৩৫), কালাম মিয়া (৩০), জালাল মিয়া (৪০), আব্দুল আজিজ (৩০), কামাল মিয়া (২৮), রুবেল মিয়া (২৫), মোস্তফা (৩০), আতাবর মিয়া (২০), জামাল মিয়া (২০) ও সাহেব আলী (৭০)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।