Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সাম্প্রদায়িক সম্পৃতির উজ্জল দৃষ্ঠান্ত-এডিসি আব্দুর রউফ

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি অনুষ্টিত হয়ে যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দূর্গা পূজা, মুসলমানদের বৃহত ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ উল আযহা ও বৌদ্ধ ধর্মীয়দের প্রভারনা পূর্নিমা সুন্দর ও সৌহার্দপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় হবিগঞ্জকে সাম্প্রদায়িক সম্পৃতির উজ্জল দৃষ্ঠান্ত বলে উল্লেখ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুর রউফ। গত মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ স্টাফ কোয়ার্টার মাঠে বৌদ্ধ ধর্মাবলম্বী কর্তৃক আয়োজিত ধর্মীয় উৎসব প্রভারনা পূর্ণিমার পানুস উড্ডয়নের উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ বৌদ্ধ বিহার সমিতির সভাপতি স্বাধন বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ডাঃ স্বপন বড়ুয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সফিউল্লাহ। সভায় বক্তব্য রাখেন-চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ আহমেদ, সহকারী কমিশনার সাইফুল ইসলাম, ছাই তইল্যা চৌধুুরী, এডঃ রুহুল হাসান শরীফ, দৈনিক মানবকণ্ঠের হবিগঞ্জ প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, খোয়াই থিয়েটার কর্মী জুবায়েদ হোসেন প্রমূখ।