Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আলিফ সোবহান কলেজের অধ্যক্ষের বহিষ্কারাদেশ বহালের দাবীতে সভা ॥ ৭ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিনিধি ॥ মীরপুর আলিফ সোবহান চৌধুরী ডিগ্রী কলেজে অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর পুনর্বহাল এর প্রতিবাদে গতকাল মীরপুর চৌমুহনীর নিকট এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। সর্বদলীয় এই সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বী ইব্রাহিম মিয়া। এতে অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবুল হাশেম, বাহুবল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফিরুজ মিয়া, বিএনপি নেতা জিতু মিয়া, জাতীয় পার্টির ফারুক মিয়া, কলেজের গভর্নিং বডির প্রতিষ্টাতা সদস্য ফজলুর রহমান চৌধুরী, এডভোকেট জসিম উদ্দিন, শ্রমিক নেতা আশকার আলী, জামাত নেতা জয়নাল আবেদীন, এনজিও সংগঠক আবদুল জব্বার ফুল মিয়া, আওয়ামীলীগ নেতা ডাঃ আবদুল মতিন, মীরপুর ইউনিয়নের চেয়াম্যান বিএনপি নেতা আব্দুল আউয়াল প্রমুখ। সভায় আগামী ৫ দিনের মধ্যে ফারুক উদ্দিন চৌধুরীকে কলেজ থেকে বহিষ্কারের জন্য গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সুজাত মিয়া এমপি কে আল্টিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় ৭ দিন পর কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।
সভায় বক্তারা বলেন, ২০০৭ সালের ৯ জুলাই বিভিন্ন অভিযোগ এনে ফারুক উদ্দিন চৌধুরীকে অধ্যক্ষের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে আদালতে মামলা থাকা অবস্থায় গত ১৯ অক্টোবর কলেজ গভর্নিং বডির সভাপতি শেখ সুজাত মিয়া এমপির সভাপতিত্বে অনুষ্টিত গভর্নিং বডির সভায় ফারুক উদ্দিন চৌধুরীর বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়। অথচ সভায় গভর্নিং বডির ১৩ জন সদস্যের মধ্যে মাত্র ৫ জন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন প্রত্যাহার সিদ্ধান্তে বিরুদ্ধে কলেজের গভনিং বডির ৮ জন সদস্য অবস্থান নিয়ে সহকারী জজ আদালত মামলা দায়ের করেছেন। আদালত থেকে ৭ দিনের মধ্যে জবাব দানের জন্য গভর্নিং বডির সভাপতি শেখ সুজাত মিয়া এমপিসহ অন্যদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে এবং ফারুক উদ্দিন চৌধুরীর নিকট দায়িত্ব হস্তান্তর না করার জন্য আদালত থেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।