Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ॥ পুলিশের গুলি মাধবপুরে মহিলাসহ ২ খুন

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দিনে দুই দফা সংঘর্ষে এক মহিলাসহ ২ জন খুন হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক লোক। এসময় ভাংচুরের ঘটনাও ঘটে। পুলিশ ব্যাপক লাটিচার্জ ও ৬০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ।
মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের উপজেলা বিএনপির সহসভাপতি আরজু মিয়া মেম্বার ও একই গ্রামের মহিব উল্লাহর মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কয়েক বছর ধরে তাদের মাঝে সমঝোতা হয়। ইদানিং আবার সম্পর্কে চির ধরে। এলাকাবাসী সূত্রে জানা গেছে-বেজুড়া গ্রামের উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আরজু মেম্বারের ভাতিজা তাজু মিয়া ও মহিব উল্লাহর ভাই উপজেলা যুবদলের সভাপতি একই গ্রামের এনায়েত উল্লাহর ছেলে মইনুল মিয়ার মধ্যে বুধবার বিকেলে গ্রামে ক্রিকেট খেলার সময় তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। ২ ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এর জের ধরে গতকাল বৃহষ্পতিবার ১১টার দিকে উভয় পক্ষের কয়েকশত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেজুড়া গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের ২ জন নিহত হয়। নিহতরা হচ্ছে-আরজু মিয়া মেম্বারের পক্ষের জালাল মিয়া (৬০) ও মহিবুল্লাহ এর প্রতিপক্ষের খুরশেদ আলী মেয়ে রিনা বেগম (১৫)। খবর পেয়ে মাধবপুর থানা ওসি তদন্ত কে.এম আজমিরুজ্জামানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক ও সহকারী পুলিশ সুপার দক্ষিণ সার্কেল সাজ্জাদ ইবনে রায়হানের নেতৃত্বে হবিগঞ্জ থেকে ২ প্লাটুন পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাটি চার্জ ও ৬০ রাউন্ড রাবার রুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উভয় পক্ষের নেতা আরজু মিয়া মেম্বার, মহিবুল্লাহ, মাসুদ খাঁন, হাজী বাদশা মিয়া, আলফু মিয়া, আব্দুল কাদির জুয়েল, সায়েদ আলীকে পুলিশ আটক করে। এ ব্যাপারে উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে।