Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিসিক শিল্পনগরীতে আগুন অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

মোঃ ছানু মিয়া ॥ হবিগঞ্জ বিসিক শিল্পনগরীতে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ধুলিয়াখালস্থ শিল্পনগরীর পুড়া মবিল শোধন কারখানা প্রমিনেন্ট লুব লিমিটেডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চার দিকে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের শিল্পকারখানা গুলোতে আতংক ছড়িয়ে দেখা দেয়। খবর পেয়ে সাথে সাথে হবিগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু আগুনের ভয়াবহতার কারণে তাদের পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় শ্রীমঙ্গল ও মাধবপুর দমকল বাহিনীকে খবর দেয়া হয়। পরে হবিগঞ্জ, শ্রীমঙ্গল ও মাধবপুর দমকল বাহিনীর সদস্যরা দীর্ঘ প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দমকল বাহিনীর কর্মকর্তা মোহিত বখত চৌধুরী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধ কোটি টাকা বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। তড়িৎ ব্যবস্থা গ্রহণ করায় অন্য কোন শিল্পকারখানা ক্ষতি হয়নি।
এদিকে অগ্নিকান্ডের ঘটনার সাথে সাথে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম ও হবিগঞ্জ সদর মডেল থানার ওসি নাজিম সহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।