Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জমে উঠেছে পশুর হাট

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হবিগঞ্জে জমে উঠেছে বৃহত্তম পশুর হাট। মঙ্গলবার ছিল হাটবার। ওই দিন হাটে সকাল থেকেই দূর-দুরান্ত থেকে পাইকার ও স্থানীয় কৃষকরা দেশী বিদেশী বড় আকারের ষাঁড় নিয়ে বাজারে আসেন বিক্রি করতে। প্রায় ৬শ কেজি ওজনের একটি ষাঁড় পৌণে ২লাখ টাকায় বিক্রি হয়েছে। সরজমিনে দেখা যায় প্রায় ৭ সহস্রাধিক ছোট বড় দেশী-বিদেশী গরু-ছাগল বিক্রির জন্য হাটে নিয়ে আসেন। ক্রেতাদেরকে আকৃষ্ট করতে পশুকে নানান সাজে সজ্জিত করে সারি বেধেঁ রাখা হয়। সর্বনিম্ন ১৫হাজার থেকে সর্বোচ্চ ৫লাখ টাকা পর্যন্ত ষাঁড়ের মূল্য হাকছেন বিক্রেতারা। ভারতের হাড়িয়ানা জাতের পশু বাজারে ছিল অনেকটা লক্ষণীয়। তুলনামূলক হারে দেশী গরুর মূল্য কিছুটা বেশি। তবে মাঝারী আকৃতির পশুর চাহিদা ক্রেতাদের কাছে অনেক বেশি। সদর উপজেলার রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ এর খামারের ফ্রিজিয়ান জাতের ৭টি ষাঁড় বাজারে বিক্রির জন্য আনা হয়। প্রায় ১হাজার কেজি ওজনের একটি ষাঁড়ের মূল্য ৫লাখ টাকা চাওয়া হয়। এতে বিক্রেতাদের দামের সাথে চাহিদা মেলাতে পারছেন না ক্রেতারা।
এ ব্যাপারে বহুলা গ্রামের রুবেল মিয়া জানান, একটি দেশী ষাঁড় দর কাষাকষি করেছি, ভেবেছিলাম এর মূল্য ৫০ হাজর টাকা হবে, কিন্তু বিক্রেতা ৯০ হাজার টাকা দাম চাইছেন। বাজারের ইজারাদার মোঃ আব্দুল আহাদ মিয়া জানান, পশুর হাটে প্রায় ৫ থেকে ৭ হাজারের বেশি গরু-ছাগল বিক্রেতারা নিয়ে এসেছেন। আগামী তিন দফা কোরবানীর হাট বসবে, তখন পশু বিক্রি বেশি হবে। তিনি বলেন সরকারী নিয়মানুযায়ী ২৬ হাজার টাকা মূল্য পর্যন্ত শতকরা ৭ টাকা হিসেবে এবং এর অধিক মূল্য হলে সর্বোচ্চ ১৮শ টাকা ইজারা ফি নেয়া হচ্ছে। তিনি আরও বলেন বাজারে নিরাপত্তা জোরদার রয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনীসহ আমাদের লোকজন প্রতিহত করবে।