Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দাবি না মানলে ৩১ অক্টোবর প্রাথমিক শিক্ষকরা কালোব্যাজ পরবেন

এক্সপ্রেস ডেস্ক ॥ ৩০ অক্টোবরের মধ্যে দাবি পূরণে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট কোনো ঘোষণা না এলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ৩১ অক্টোবর দেশের প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করে কালোব্যাজ ধারণ করবেন। দিনব্যাপী কর্মবিরতি পালন করে প্রতিশ্র“তি ভঙ্গ দিবস হিসেবেও দিনটি পালন করবেন শিক্ষকরা। গতকাল বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কনফারেন্স রুমে সংগঠনের সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম তোতা তার বক্তব্যে একথা জানান। ১ নভেম্বর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মহিবউদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জাহানারা খানম প্রমুখ। প্রধান শিক্ষককে দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেওয়া, সহকারী শিক্ষকের বেতন স্কেল প্রধান শিক্ষকপদের বেতনস্কেলের এক ধাপ নিচে নির্ধারণ এবং প্রধান শিক্ষক পদে পদোন্নতির জটিলতা দ্রুত নিষ্পত্তির দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছেন শিক্ষকরা। কিন্তু এ বিষয়ে বিভিন্ন সময় সরকারের উচ্চ পর্যায় থেকে আশ্বাস ও সরকারি প্রেসনোট জারি করার পরও এখন পর্যন্ত দাবি পূরণ না হওয়ায় প্রাথমিক শিক্ষকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।