Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঋণের টাকার সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে-শাহজাহান

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন-আমাদের দেশের অধিকাংশ জনগণ দারিদ্র সীমার অনেক নিচে বসবাস করে থাকেন। তাই সরকার দারিদ্রতা কমিয়ে আনার জন্য বিভিন্ন বিভাগের মাধ্যমে সামান্য সুদে ক্ষুদ্র ঋণ বিতরণ করে থাকে। অথচ গ্রামের সহজ-সরল জনসাধারণ ওই ঋণ না নিয়ে চড়া সুদে বিভিন্ন এনজিও থেকে ঋণ নেন। এনজিও’র ঋণ শোধ করতে অনেক সময় শেষ সম্বলটুকু তাদের হারাতে হয়। তাই ঋণের টাকার সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। সময় মতো ঋণ পরিশোধ করবেন আবার নতুন করে ঋণ নিয়ে কাজ করবেন। তাহলেই আমাদের ভীত শক্তিশালী হবে। গতকাল মঙ্গলবার দুপুরে সমাজ সেবা অধিদপ্তরের অধীনে উপজেলা ৭৯ জন ব্যক্তির মধ্যে প্রায় ৭ লক্ষ ৬২ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোলাইমান মজুমদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি প্রমূখ।