Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরতলী মজলিশপুর গ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীর বিয়ে পন্ড

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মজলিশপুর গ্রামে ৭ম শ্রেণির ছাত্রীর বিয়ে পন্ড করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে কনের বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ এ কে এম সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় কনের বাড়িতে বিয়ের প্রস্তুতি ছিল শেষ পর্যায়ে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মজলিশপুর গ্রামের কুয়েত প্রবাসী আশিক মিয়ার মেয়ে হবিগঞ্জ শহরের কাসিক কেজি এন্ড জুনিয়র হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী ঝর্ণা আক্তারের বিয়ে ঠিক করা হয় সদর উপজেলার দীঘলবাক গ্রামের আব্দুল কদ্দুছের সাথে। খবর পেয়ে দুপুরে ভ্রাম্যমান আদালত বিয়ে বাড়িতে উপস্থিত হন। এসময় বাল্য বিয়ে আয়োজন করায় কনের চাচা আসকির মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ঝর্ণার বিয়ে না দেয়ার অঙ্গীকার করে মুচলেকা আদায় করা হয়। এছাড়া যাচাই না করে জন্মনিবন্ধন সনদ দেয়ার স্থানীয় তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ও সচিব জেসমিন আক্তারকে হুশিয়ার করে দেয়া হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন চৌধুরী বাজার ফাড়ি পুলিশ।