Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে বিচারক সংকট সমাধানের দাবিতে আইনজীবীদের কর্মবিরতি, মানববন্ধন ॥ ১৬ জন বিচারকের মধ্যে আছেন ৫ জন ॥ মামলার সংখ্যা ৩৬ হাজার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিচারক সংকট সমাধানের দাবিতে ৫শতাধিক আইনজীবী কর্মবিরতি, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে প্রধান সড়কে ১১টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্রের মুল ভিত্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাই জেলার ২১ লাখ জনগণের ন্যায় বিচারের স্বার্থে বিচারক সংকট সমাধান, শুণ্যপদে বিচারক নিয়োগ, ও শুণ্যপদে প্রবীণ আইনজীবীদের নিয়োগদানের দাবি জানানো হয়। অন্যথায় আইনজীবীরা কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন। হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, এডভোকেট ছালেহ উদ্দিন আহমেদ, এডভোকেট আরিফ চৌধুরী, এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, এডভোকেট তাজ উদ্দিন সুফি, এডভোকেট আলাউলাউদ্দিন আহমেদ, এডভোকেট বদরুল আলম, এডভোকেট আব্দুর রউফ, এডভোকেট খালিকুজ্জামান চৌধুরী, এডভোকেট রুহুল হাসান শরীফ প্রমূখ। বক্তারা জানান, হবিগঞ্জ জজশিপে ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৩৬ হাজার মামলা বিচারাধীন  রয়েছে। তারা আরও জানান, ১৬ জন বিচারকের মধ্যে মাত্র ৫ জন বিচারক রয়েছেন। যে কারনে জেলায় ২০/৩০ বছরের পুরোনো মামলাও নিষ্পত্তি হয়নি।