Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয় বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানী নিরাপত্তায় গ্রাহকের ভূমিকা শীর্ষক এক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে প্রতিযোগিতার আয়োজন করে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন নবীগঞ্জ জোনাল অফিস। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ট থেকে দশম শ্রেণীর ২৬ জন শিক্ষার্থী অংশ নেয়। রচনা প্রতিযোগিতায় রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী সাদিয়া সুলতানা হিমি ১ম, হিরা মিয়া বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তমা রায় (তুলি) ২য় ও দারুল হিকমা জামেয়া ইসলামিয়া মাদরাসার দশম শ্রেণীর ছাত্র মোঃ আব্দুল কাইয়ূম তৃতীয় হয়েছে। প্রতিযোগিতা চলাকালীন সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নবীগঞ্জ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আল-মাহমুদ ফয়সল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুর ও নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন। বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।