Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সৌদিআরবে জেদ্দায় বিমানবন্দরে ভোগান্তির শিকার হচ্ছে শত শত হাজী

এস.এইচ.টিটু, সৌদিআরব থেকে ঃ সৌদিআরবে জেদ্দায় বিমানবন্দরে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে শত শত হাজীদের। নির্ধারিত সময়ে বিমান না ছাড়ায় জেদ্দায় শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়েই চলছে বিমানের ফিরতি হজ ফ্লাইট। শনিবার প্রথম ফ্লাইট বিপর্যয়ের পর রোববার ও সমবারে এর মাত্রা আরও বেড়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ৬ ঘণ্টার বেশি বিমান ছাড়তে দেরি হলে যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হয়। কিন্তু এর চেয়েও বেশি সময় ধরে বিমানবন্দরে দুর্ভোগ পোহালেও হাজীদের কোন খোঁজ নিতে দেখা যায়নি বিমান সংশ্লিষ্ট কাউকে। সরকারি হজ্ব প্রতিনিধি দলের একজন সদস্য জানান, রোববার সকাল ১১টায় জেদ্দা বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের দেশে ফেরার কথা ছিল। সে অনুযায়ী রাত ২টার সময় মক্কা হজ্ব মিশন থেকে তাদেরকে জেদ্দা এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়িতে নেয়া হয়। ভোর রাতে সেখানে পৌঁছানোর পর জানানো হয় যে, বাংলাদেশ থেকে এখনও বিমান না আসায় যথাসময়ে ফ্লাইট ছাড়বে না। পরে ওই ফ্লাইট শিডিউল ঘোষণা করা হয় রাত ৭টা ৪০ মিনিটে। ভুক্তভোগীরা জানান, শিডিউল পরিবর্তন হওয়ায় বিমানবন্দরের টার্মিনালে ঢুকতে না পেরে ৫ শতাধিক হাজী দিনভর চরম দুর্ভোগের শিকার হয়েছেন। বিশেষ করে নারী ও বৃদ্ধদের অবস্থা ভয়াবহ। বিমানের দায়িত্বহীনতার কারণেই এ ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে বলে তাদের অভিযোগ।