Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কের বেহাল দশা!

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কয়েকটি সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে। ওইসব রাস্তা দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সারধারণ মানুষকে। সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারনেই ক’দিন যেতে না যেতেই সড়কগুলোর এই করুণ দশা হয়েছে। সংস্কার কাজের নামে কোন রকম জোড়াতালি দিয়ে সরকারের কয়েক কোটি টাকা হরিলুট করা হয়েছে। কর্তৃপক্ষকে ম্যানেজ করে ব্যাপক অনিয়ম, দুর্নীতি করেছে সংশ্লিষ্ট ঠিকাধারী প্রতিষ্টান। নিম্ন মানের মালামাল সরবরাহ ও অনিয়মের ফলে কাজ শেষ হতে না হতেই সড়কের অনেক স্থানে বড় বড় গর্ত ও ফাটল দেখা দিয়ে খানাখন্দে ভরপুর হয়ে গেছে। এতে সড়কে চলাচলগামী দুরপাল্লার বাসসহ ছোট বড় যানবাহন গুলো প্রতিনিয়তই দুর্ঘটনার সম্মুখিন হচ্ছে।
নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-সাকোয়া সড়ক, কুর্শি-বান্দের বাজার সড়ক, বাংলাবাজার-গোপলাবাজার সড়ক, নবীগঞ্জ-আউশকান্দি সড়কসহ নবীগঞ্জ শহরের ওসমানী রোড ও শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের সামনে বৃষ্টির পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে দিন দিন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। সড়কগুলো দিয়ে নবীগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগের মধ্যে চলাচল করছেন। বিশেষ করে নবীগঞ্জ-সাকোয়া সড়ক, কুর্শি-বান্দের বাজার সড়কের বেশীর ভাগ অংশে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে রাস্তা দুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এসব সড়কের মধ্যে নিম্নমানের কাজ হলেও হবিগঞ্জ এলজিইডি অফিস ও নবীগঞ্জ এলজিইডি অফিস সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে অদৃশ্য কারনে নীরবতা পালন করছেন। ফলে জনতার মধ্যে ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে।