Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলায় রেজিস্ট্রেশনবিহীন ১৬৩ মোটর সাইকেল আটক

স্টাফ রিপোর্টার ॥ রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ব্যবহার করে অপরাধ সংগঠনের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ প্রবণতা রোধে হবিগঞ্জ জেলার সকল উপজেলায় রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল আটকে পুলিশের বিশেষ অভিযানগতকাল থেকে শুরু হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গতকাল জেলায় রেজিস্ট্রেশনবিহীন ১৬৩টি মোটরসাইকেল আটক করা হয়। এবং কাগজপত্রে ত্র“টি থাকায় ৬৫টি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। হবিগঞ্জ সদর মডেল থানায় ৬৮টি মোটর সাইকেল আটক করে ৩২টির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। একই ভাবে চুনারুঘাটে ২৮টি আটক করে ৫টির বিরুদ্ধে মামলা, মাধবপুরে ১৯টি আটক করে ৩টির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। বাহুবলে ৯টি আটক করে ১টির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। নবীগঞ্জে ১৭টি আটক করে ৭টির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। বানিয়াচঙ্গে ৪টি আটক করে সবকটির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। লাখাইয়ে ৭টি আটক করে ৩টির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। শায়েস্তাগঞ্জে ১১টি আটক করে ১০টির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। সহকারী পুলিশ সুপার (হেডকোয়াটার) মাসুদুর রহমান মনির সদর উপজেলায় এবং সহকারী পুলিশ সুপার (উত্তর) নাজমূল ইসলাম নবীগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করেন। পাশাপাশি সকল থানায় ওসিগণের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। মোটর সাইকেলের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।