Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অবৈধভাবে বালু উত্তোলনের ফলে শ্রীবাড়ী চা-বাগান ক্ষতির সম্মুখীন

স্টাফ রিপোর্টার ॥ শ্রীবাড়ী চা-বাগানের গীতঘর এলাকাসহ বিভিন্ন জায়গা থেকে একটি চিহ্নিত স্বার্থান্বেষী মহল বে-আইনীভাবে জোরপূর্বক বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে। এতে বাগানের ভারসাম্য ও রাস্তাঘাট নষ্ট হচ্ছে। শ্রমিক অসন্তোষসহ বাগানটি ধ্বংস হতে চলেছে।
জানা যায়, জেলার চুনারুঘাট উপজেলার শ্রীবাড়ী চা-বাগানের গীতঘর এলাকার ২টি স্পট থেকে প্রতিনিদিন একটি চিহ্নিত স্বার্থন্বেষী মহল অবৈধভাবে বালু উত্তোলন করে, পাশ্ববর্তী জায়গায় স্টেক করে বাগানের নিজস্ব রাস্তার উপর দিয়ে ট্রাক্টার যোগে নিয়ে যায়। এছাড়া বাগানের রাস্তার পাশ্ববর্তী জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পুকুরের মতো গর্তের সৃষ্টি হচ্ছে। ভেঙ্গে যাচ্ছে বাগানের একমাত্র রাস্তা।
বাগান কর্তৃপক্ষ অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বাধা নিষেধ করলেও স্বার্থন্বেষী মহলটি তাদের কথার কোন কর্নপাত না করে পেশী শক্তির বলে নির্ভিগ্নে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে।
এতে বাগানের ভারসাম্যতা ও চলাচলের একমাত্র রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। শ্রমিক অসন্তোষসহ অর্থনৈতিক ক্ষতি সমূহ আশংকা রয়েছে। এ ব্যাপরে জরুরী ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।