Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ছাত্রছাত্রীদের মধ্যে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাটে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষয় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় কোয়ালিটি লার্নাস কেজি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ হালিম-লিয়াকত চুনারুঘাট জোনের পরিচালক আঃ আজিজ ইকবাল। পরিচালক সার্বিক মোঃ বিলাল মিয়ার পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসহুদুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওঃ আলী মোহাম্মদ চৌধুরী, জেলা সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, সাংবাদিক এস এম সুলতান খান, স্মৃতি সংসদের উপদেষ্টা শেখ জামাল আহমদ, কাজী দেলোয়ার হোসেন, শাহ কুতুবউদ্দিন আখঞ্জী, স্মৃতি সংসদ পরিচালক নিয়ন্ত্রন মোঃ মামুনুর রশিদ, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, মোঃ ফারুক মিয়া, মোঃ মোদাচ্ছির রহমান সিরাজী প্রমুখ। সভায় ২০১৩ সনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫৬ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট, সনদ ও বৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য যে, প্রতিবছরের ন্যায় এ বছরও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১ অক্টোবর থেকে বৃত্তির রেজিষ্ট্রশন ফরম বিতরণ করা হবে।