Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

করাব ইউপি উপ-নির্বাচন কামাল চেয়ারম্যান নির্বাচিত

মোঃ আবুল কাশেম, লাখাই থেকে ॥ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল লাখাই উপজেলার করাব ইউনিয়নের স্থগিত হওয়া ৩টি কেন্দ্রে ভোট গ্রহণ শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আব্দুল হাই কামাল ১০৩ ভোট বেশী পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
করাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ওই ইউনিয়নের চেয়ারম্যান পদ শুন্য ঘোষণা করা হয়। ওই আসনে গত ২৪ আগষ্ট উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে করাব রহমানিয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ করাব প্রীতিভূষন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও করাব কমিউনিটি সেন্টার মনতৈল কেন্দ্রে সংঘর্ষ, জালভোট, জোরপূর্বক ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ভোট স্থগিত করা হয়। ঘোষণা করা হয় ৬টি কেন্দ্রের ফলাফল।
ওই স্থগিত ৩টি কেন্দ্রে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ চলে।নির্বাচন সুষ্টু, শান্তিপুর্ণ ও নিরপেক্ষ করতে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিয়োগ করা হয় বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী।
গতকাল অনুষ্ঠিত ৩টি কেন্দ্র সহ ৯টি কেন্দ্রে ৩ হাজার ৮৮১ ভোট পেয়ে আব্দুল হাই কামাল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাদশা মিয়া পেয়েছেন ৩ হাজার ৭৭৮ ভোট। অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনিরুল ইসলাম জসিম পেয়েছেন ২হাজার ৬৯১ ভোট। ভোট বাতিল হয়েছে ৩৩৮টি। ইউনিয়নে ১৩ হাজার ৩৭০ ভোটের মধ্যে ১০ হাজার ৬৮৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন চলাকালে জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম ভোট কেন্দ্র পরিদর্শণ করেন।
এদিকে আব্দুল হাই কামাল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তার কর্মী-সমর্থকদের মাঝে বইছে আনন্দের বন্যা।