Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পাকবাহিনীর হাতে নিহত শায়েস্তাগঞ্জ খাদ্যগুদামের মালবহনকারীর পরিবারকে এমপি কেয়া চৌধুরীর গাভী প্রদান

স্টাফ রিপোর্টার ॥ ১৯৭১ সালে ২৯ এপ্রিল পাক সেনাদের হাতে নির্মমভাবে নিহত শায়েস্তাগঞ্জ খাদ্য গুদামের মালবহনকারী তারা মিয়া চৌধুরীর পরিবারকে একটি গাঢ়ী প্রদান করেছেন এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তারা মিয়া চৌধুরীর ছেলে ইদ্রিস আলী চৌধুরী। বয়স ৭৫ বছর। তিনি তার সন্তাদের নিয়ে দুবিসহ জীবনযাপন করছেন। বেচে থাকার তাগিদে বেছে নিয়েছেন ক্লিনারের কাজ। তিনি হবিগঞ্জ শহরতলীর সুলতান মাহমুদপুর এলাকায় একটি ঝুপড়ি ঘরে বসবাস করছে।
ইদ্রিস আলী চৌধুরীর অসহায়ত্বের কতা জানতে পেরে কমান্ডেন্ট মানিক চৌধুরীর কন্যা হবিগঞ্জ ও সিলেট এর দায়িত্বপ্রাপ্ত এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী তাকে একটি গাভী প্রদানের প্রতিশ্র“তি দেন। এ প্রেক্ষিতে গতকাল সকালে এমপি কেয়া চৌধুরী তারা মিয়ার চৌধুরীর পুত্র ইদ্রিস আলীর চৌধুরীর বাড়িতে গিয়ে গাভীটি হস্তান্তর করেন। এ সময় তিনি উপস্থিত লোকজনের নিকট তারা মিয়া চৌধুরীসহ ২৯ এপ্রিল শায়েস্তাগঞ্জ খাদ্য গুদামে পাকদের হাতে নিহতদের সম্পর্কে নানা তথ্য তুলে ধরেন।
গাভী বিতরণকালে প্রতিক্রিয়ায় এমপি কেয়া চৌধুরী বলেন, যারা এদেশের জন্য প্রাণ দিয়েছে, তাদের ঋণ শোধ হবার নয়। শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছেন। আর আমি শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযোদ্ধাদেরসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে কাজ করছি। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক এডঃ মর্তুজ আলী, শাহ মশিউর রহমান শামিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।