Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দ্রুত বিচার মামলায় ব্যবসায়ী সাজনকে হয়রানীর প্রতিবাদে আনোয়ারপুর বাইপাস বাজার কমিটিরসভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ লোকালয় বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের উপর হামলার ঘটনায় দ্রুত বিচার মামলার চার্জশিটে আনোয়ারপুর বাইপাস বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোর্শেদ আলম সাজনকে ষড়যন্ত্র মুলক ভাবে অন্তর্ভুক্ত করায় আনোয়ারপুর বাইপাস বাজারের ব্যবসায়ীরা তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় আনোয়ারপুর বাইপাস বাজার কমিটির সভাপতি ধনু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ সামছুল হুদার পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাজার কমিটির সহ সভাপতি আব্দুন নুর, মজিবুর রহমান, সোনাহর মিয়া, আতাউর রহমান, টিটু, ডাক্তার আলাউদ্দিন, কুতুব মিয়া, তাহির মিয়া, জলফু মিয়া প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দৈনিক লোকালয় বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের উপর হামলার ঘটনার সময় ব্যবসায়ী মোর্শেদ আলম সাজন ঘটনাস্থলে ছিল না। বক্তারা বলেন, প্রথম অবস্থায় মামলার এজহারেও তার নাম ছিল না। রাজনৈতিক ভাবে হয়রানি করার জন্য পরবর্তীতে মামলার চার্জশিটে মোর্শেদ আলম সাজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অহেতুক হয়রানি করার জন্য চার্জশিটে সাজনের নাম অন্তর্ভুক্ত করায় ব্যবসায়ীরা এর তীব্র নিন্দা ক্ষোভ ও প্রতিবাদ জানান।