Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পেশাজীবী জাতীয় কনভেনশনে ডাঃ আবদালের অংশগ্রহণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল রবিবার ঢাকাস্থ শেরে বাংলা নগরে বিআইসিসি (সাবেক বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) কনভেনশন সেন্টারে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে পেশাজীবী জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ-এর সভাপতিত্বে এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, জাতীয় পেশাজীবী কনভিনশন আয়োজক কমিটির সদস্য সচিব, ড্যাবের মহা সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডাঃ এজেড এম জাহিদ হাসান-এর পরিচালনায় অনুষ্ঠিত কনভেনশনে প্রধান অতিথি ছিলেন- বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এতে অংশগ্রহণ করেন হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর জেলা সভাপতি ডাঃ আহমুদুর রহমান আবদাল এবং জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি এডঃ মোঃ কামাল উদ্দিন আহমেদ সেলিম প্রমুখ।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, ২০০৭ সালে কেএম হাসানের অধীনে নির্বাচন হতে আপনারা দেননি। আমরাও আপনার অধীনে কোনো নির্বাচন হতে দেব না। তিনি আরো বলেন, নির্দলীয় সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দেশবাসীকে সঙ্গে নিয়ে দাবি আদায় করে ছাড়ব।