Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জমে উঠেছে নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বেশ জমে উঠেছে নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন। ৪টি অভিভাবক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১জন। রোদ বৃষ্টি আর কাদা মাটির পথ উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন বিদ্যালয়ের অভিভাবক ভোটারদের বাড়িতে। আগামীকাল সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রায় ১০ বছর কোন নির্বাচন না হওয়ায় এবারের নির্বাচনটি অত্যন্ত গুরুত্ব পাচ্ছে ভোটার সহ সর্বমহলের কাছে। জানা গেছে সর্বশেষ ২০০৪ সালে ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছিল। তার পর বিভিন্ন কারনে সমঝোতার মাধ্যমে কমিটি গঠন করা হয়। এতে বিদ্যালয়ের আশানুরূপ কোন উন্নয়নসহ পড়ালেখার কোন মানোন্নয়ন হয়নি। সকলদিক বিবেচনায় রেখে এবারের নির্বাচনে সচেতন ভোটাররা যোগ্যপ্রার্থীদের নির্বাচিত করবেন বলে সর্বত্র আলোচনা হচ্ছে। নির্বাচনে সিনিয়র সাংবাদিক ও নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম নূরুল ইসলাম খেজুর, মোঃ আনসার উদ্দিন, শ্যামল চক্রবর্ত্তী, করুনাময় দে বাচ্চু, অরবিন্দু রায়, মাওলানা মোস্তফা আল-হাদী, মোস্তাফিজুর রহমান সেলিম, সমিরন দাশ, রূপায়ন চক্রবর্ত্তী, ফজল মিয়া ও নুরুল আমিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের আলোচনায় এদের মধ্যে সাংবাদিক এটিএম নূরুল ইসলাম খেজুর (বাইসাইকেল), শ্যামল চক্রবর্ত্তী (চেয়ার), রূপায়ন চক্রবর্ত্তী (হাঁস), মোঃ আনসার উদ্দিন (ছাতা), মাওলানা মোস্তফা আল-হাদী (হরিণ) ও অরবিন্দু রায় (মোমবাতি)-এর নাম বেশি আলোচিত হচ্ছে। উল্লেখিত প্রার্থীদের মধ্য থেকে চারজন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়ে আসছেন বলে ভোটারসহ সচেতন মহলের আলোচনায় উঠে আসছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন করা হবে। মোট ৮৬৯ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করবেন।