Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিদ্যুৎ ষ্পৃষ্ঠ হয়ে গোবিন্দের মৃত্যুর প্রতিবাদে হবিগঞ্জ জেলা বৈদ্যুতিক কারিগর সমিতির সভা

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ ষ্পৃষ্ঠ হয়ে গোবিন্দের মৃত্যুর প্রতিবাদে হবিগঞ্জ জেলা বৈদ্যুতিক কারিগর সমিতির সভা শুক্রবার বেলা ১১টায় অনুষ্টিত হয়েছে। গতকাল শুক্রবার শহরের সিনেমা হল এলাকাস্থ মুক্তিযোদ্ধা ভবনে হবিগঞ্জ জেলা বৈদ্যুতিক কারিগর সমিতির সভাটি অনুষ্ঠিত হয়। সমিতির সহ-সভাপতি মোঃ খেলু মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা, ওয়াহিদ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি সামছু মিয়া, সাধারণ সম্পাদক শুকুর মিয়া, শান্ত, সাদ্দাম, কাজল, হান্নান, আলম, মহিন, হান্নান, সামছুল, মিলন, সিরাজুল, লিটন, বাদল ও কাজল প্রমূখ। সভায় বক্তারা বলেন, বৃহস্পতিবার বিউবো’র কর্মকর্তার নির্দেশে লাইনম্যান সোনাই মিয়ার সাথে বৈদ্যুতিক কারিগর সমিতির সদস্য গোবিন্দ সরকার শহরের ২নং পুল এলাকায় ট্রান্সফরমার মেরামত করতে যায়। সেখানে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার অবহেলায় লাইনে কাজ করা অবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু করায় গোবিন্দ মৃত্যুবরণ করে। কিন্তু বিদ্যুৎ বিভাগ তার মৃত্যুর দায়িত্ব নিতে অস্বীকার করে। এ অবস্থায় সভায় নিহত গোবিন্দ সরকারের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ ও বিদ্যুৎ বিভাগে কর্মরত এ সমিতির সদস্যদের স্বীকৃতি না দেয়া পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়। শনিবারের মধ্যে বিদ্যুৎ বিভাগ কোন সিদ্ধান্ত না দিলে আগামী রোববার মানববন্ধনসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হয়। পাশাপাশি এ ব্যাপারে আলোচনার জন্য সমিতির সহ-সভাপতি সিরাজুল ইসলামকে বিদ্যুৎ বিভাগের সাথে আলোচনার দায়িত্ব দেয়া হয়।