Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঈদকে সামনে রেখে চুনারুঘাটের গাছ পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে হবিগঞ্জ রেঞ্জ-২ কালেঙ্গা রেঞ্জের বন বিটগুলি থেকে অসাধু কর্মকর্তাদের যোগসাজসে গাছ চোরেরা গাছ পাচারে সক্রিয় হয়ে উঠেছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার আলীনগর গ্রামের সালাম, আব্দাল মিয়া, আব্দুর রহিম, কবিলাশপুর গ্রামের শফিক লস্কর, আব্দুল হাই, বাসুল্লা গ্রামের ইদ্রিছ আলী, ছালেক মেম্বার, তোতা মিয়া, গাজীনগর গ্রামের পা কাটা সফিক, সানু মিয়া, কৃষ্ণনগর গ্রামের ফুল মিয়া, ছবুর মিয়া, ফরিদ মিয়া, লাতুরগাঁও গ্রামের আব্দুল খালেক, কদ্দুছসহ ছনবাড়ী বিটের ভেলিজার ক্ষিতিষ দেববর্মা ও দিলিপ দেববর্মাসহ একদল গাছ চোর প্রতিদিন রাতের আধারে কালেঙ্গা রেঞ্জের রশিদপুর, কালেঙ্গা, ছনবাড়ী ও রেমা বন বিট থেকে অসাধু কর্মকর্তা ও ভেলিজারদের যোগসাজসে সরকারের মূল্যবান সেগুন, একাশি, চামলসহ বিভিন্ন প্রজাতির (বন সম্পদ) গাছ কেটে উপজেলার বিভিন্ন স্থানসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাক- ট্রাক্টর বোঝাই করে পাচার করছে। সূত্র আরও জানায়, রেমা বন বিটের ৫৯ ও ৬০ সেশনের রোপনকৃত বাগানের ৯নং কোপ থেকে চামল, সেগুন ও আউয়াল জাতীয় গাছ কেটে সাভার করছে বনদস্যুরা। ফলে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। এ যেন দেখার কেহ নেই।