Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ শহরে টেষ্ট টিউবওয়েল’র কাজের উদ্বোধন করলেন মেয়র তোফাজ্জল চৌধুরী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন থানা সদর ও গ্রোথ সেন্টারে অবস্থিত পৌরসভা সমূহে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহের ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন (২য় পর্ব) প্রকল্পের আওতায় টেষ্ট টিউবওয়েল’র কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। গতকাল বুধবার সকালে উক্ত কাজের উদ্বোধনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, কাউন্সিলর এটিএ সালাম, কাউন্সিলর সন্তোষ দাশ, কাউন্সিলর জাকিয়া আক্তার লাকী, পৌর সচিব নুরে আলম সিদ্দীকি, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়–য়া, বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদুল ইসলাম চৌধুরী, মৃদুল রায়, ক্ষুদ্র ব্যবসায়ী ছালিক মিয়া, ইসলাম উদ্দিন প্রমূখ। উল্লেখ্য, প্রাথমিকভাবে পৌরসভায় ৩টি টেষ্ট টিউবওয়েল স্থাপিত হচ্ছে। এর প্রাক্কলিত ব্যয় ২ লাখ ২৫ হাজার টাকা। পানির গুনগত মান পরীক্ষা করে পৌর এলাকায় পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের পরবর্তী কার্যক্রম অচিরেই শুরু হবে। ৩টি টেষ্ট টিউবওয়েল স্থপিত হচ্ছে শহরের গ্রোথ সেন্টার, কেলী কানাইপুর ও ছালামতপুর বাস টার্মিনাল প্রাঙ্গনে।