Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে পিতা কর্তৃক ধর্ষিতা দু’মেয়ের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন সিলেটের সেইফ হোমে প্রেরন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে পিতা কর্তৃক ধর্ষিত দু’মেয়েকে গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। পরে দু’বোন হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২২ ধারায় জবান বন্দি প্রদান করেছে বলে জানা গেছে। পরে পুলিশ ধর্ষিতা দু’মেয়েকে সিলেটের বাগবাড়ীতে অবস্থিত সরকারী সেইফ হোমে নিরাপদ হেফাজতে রেখেছে। এ ছাড়া গতকাল মঙ্গলবারও মামলার তদন্ত কর্মকর্তা ইনাতগঞ্জ পুলিশ ফাঁিড়র ইনচার্জ জাহাঙ্গীর আহমদের নেতৃত্বে একদল পুলিশ ধর্ষক পিতাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আহমদ জানান, চাঞ্চল্যকর এ মামলার তদন্তভার পাওয়ার পর ভিকটিমদের ডাক্তারী পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি সম্পন্ন হওয়ার পর তাদের নিরাপত্তার দিক বিবেচনা করে সিলেটের সেইফ হোমে রাখা হয়েছে। তিনি বলেন, ধর্ষক পিতা আতর আলীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া আতর আলীর ১ম স্ত্রী তার স্বামীর কু’কর্মের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। আতর আলী প্রায়ই বিয়ের উপযুক্ত মেয়েদের দিয়ে হাত-পা মেসেস করাতো। এভাবেই মেয়েদের প্রতি তার লোলুপ দৃষ্টি পরে। এক পর্যায়ে নানা ভয় দেখিয়ে তাদের ধর্ষন করে।