Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আরুয়া কলকলিয়া পানি ব্যবস্থপনা সমিতির নির্বাচন সফিক সভাপতি ইসমাইল সম্পাদক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আরুয়া কলকলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের ৬টি গ্রাম নিয়ে গঠিত আরুয়া কলকলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনে ৫টি পদে মোট ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে মোঃ শফিকুর রহমান ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আঃ তাহিদ ৩৪২ ভোট পান। সহ-সভাপতি পদে মোঃ মতিন মিয়া ২১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ রাজু মিয়া ১৭৪ ভোট, আজিজুর রহমান ১৬৯ ভোট ও মোঃ আকলিছ মিয়া ১২৩ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মোঃ ইসমাইল হোসেন ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ সজলু মিয়া পান ২৮৭ ভোট। কোষাধ্যক্ষ পদে মোঃ আব্দুল বাচিত ৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ নুর মিয়া ৩১৭ ভোট পেয়েছেন। সদস্য পদে ৫ জনের মধ্যে ৪ জন নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন মোঃ আব্দুল আলিম ৫৩৫ ভোট, মোঃ শোয়াইবুর রহমান ৪০৯ ভোট, মোঃ দুদু মিয়া ৩৮৩ ভোট ও ক্বারী আবু লেইছ ২৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। মোঃ জিলাল মিয়া ২৯৫ ভোট পেয়েছেন। মহিলা সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪ জন তারা হচ্ছেন আমেলা আক্তার, পারভিন বেগম, নাছিমা বেগম ও পপি বেগম।
উক্ত নর্বাচনকালিন সভাপতির দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক মোঃ ছুরুক মিয়া, সদস্য মোঃ মাহতাবুর রহমান ও আবুল বাশার। আইনশৃংলার দায়িত্ব পালন করেন নবীগঞ্জ থানার এস আই সুধীন চন্দ্র দাশ, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মাওঃ মোঃ ইলিয়াছ উদ্দিন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তাজীয়া মোবাশ্বিরিয়া আলিম মাদ্রাসা, ধুলচাতল। সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, শিক্ষক মোঃ জগলুর রহমান, শিক্ষক মোঃ তাজ উদ্দিন, শিক্ষক মোঃ আবু সুফিয়ান। পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, শিক্ষিকা আবিদা বেগম, শিক্ষক মোঃ জুবাইদ আল-মামুন।