Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বিডিএসসি’র উদ্যোগে ইংরেজী শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

প্রেস বিজ্ঞপ্তি ॥ শেভরণ শিক্ষা কর্মসূচীর আওতায় বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর উদ্যোগে নবীগঞ্জে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ইংরেজী শিক্ষকদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন শেভরণ বাংলাদেশ-এর ম্যানেজার (ফিল্ড কমিউনিটি এনগেজমেন্ট) মলয় কুমার সরকার। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারী এমসি কলেজ-এর প্রভাষক আবু মুসা মোঃ তারেক। বক্তব্য রাখেন সিনিয়র কো-অর্ডিনেটর মোঃ মুরাদ। আরো উপস্থিত ছিলেন বিডিএসসি’র টীম লিডার আব্দুন নুর, প্রশিক্ষণ ও পরিবীক্ষণ কর্মকর্তা এসএমএ হাসনাত, প্রকল্প কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, অলিয়ার রহমান, আব্দুল্লা আল মামুন প্রমুখ।
উল্লেখ্য, শেভরণ বাংলাদেশের অর্থায়নে বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) সিলেট ও হবিগঞ্জ জেলার মোট ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন ও বিকাশে শেভরণ শিক্ষা কর্মসূচী বাস্তবায়নে কাজ করছে।