Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহীদ পরিবারে সেলাই মেশিন প্রদান করলেন এমপি কেয়া চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান মুক্তিযুদ্ধে হলদারপুর গ্রামে হানাদার বাহিনী বিমান সেলিং করে আক্রমন চালায়। সেই আক্রমনে হলদারপুরের দরিদ্র ৯ জন নারী পুরুষ নিহত হয়। আজও সেই সকল পরিবারে লোকজন খুবই দরিদ্র ও অবহেলায় জীবন যাপন করছে। কেয়া চৌধুরী তাদেরকে খুজে বের করেন এবং তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। কেয়া চৌধুরী, প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রাপ্ত ঐচ্ছিক বরাদ্দ থেকে তিনটি সেলাই মেশিন ও ৫ হাজার করে দশ ১০ হাজার টাকার চেক শহীদ পরিবারের মধ্যে বিতরন করেন। বিতরনকালে বলেন বাংলাদেশের স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের চেতনার সারমর্মই তো বঙ্গবন্ধুর কালজয়ী আদর্শ। সেই আদর্শকে বুকে লালন করেই শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে। সেলাই মেশিন ও টাকা প্রাপ্তরা হলেন। শহীদ মকবুল নেছা বড় ছেলে মনোহর মিয়া। শহীদ আঙ্গুরা খাতুনের পিতা আব্দুল মালিক। মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্থ আব্দুল সামাদের স্ত্রী আরশি বেগম।