Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। যে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন-নাছিরনগর উপজেলার গোকর্ণ জেঠাগ্রামের হেমালাল চক্রবর্ত্তীর ছেলে রঞ্জন চক্রবর্তী (৫২) ও নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের মহরম আলীর ছেলে আয়াত আলী (৫০)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-হিমাংশু ৩/৪বছর ধরে উপজেলা সদরের কাটিয়ারা সবুজবাগ এলাকার শ্মশানের গোড়ায় বসবাস করে আসছিলেন। স্থানীয় এলাকাবাসী জানায়, প্রায়ই সে মদ ও গাঁজা সেবন করে মাতাল অবস্থায় থাকত। গত ৯ সেপ্টেম্বর থেকে তাকে আর ওই এলাকায় দেখা যায়নি। গতকাল বৃহস্পতিবার সকালে এলাকায় দূর্গন্ধ ছড়িয়ে পড়লে জনতা স্থানীয় কাউন্সিলর সুরঞ্জন পালের শ্মশান সংলগ্ন পুকুরে তার লাশ দেখতে পায়। পরে কাউন্সিলরের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।
অপর দিকে দুপুর একটায় উপজেলার রাবার বাগান বেষ্টিত শাহজীবাজারের আশিকি মোড়ার গহীণ জঙ্গলের টিলায় একটি হাড়গাজা গাছ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আয়াত আলীর লাশ উদ্ধার করেন থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবীর। উপ-পরিদর্শক হুমায়ুন কবীর জানান, আয়াত আলীর স্ত্রী হালিমা খাতুন এর অভিযোগের প্রেক্ষিতে দুুপুরে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, বুধবার রাত ৮টা থেকে আয়াত আলী বাড়ি থেকে নিখোঁজ হয়। সকাল ৬টায় ওই স্থানে আলোর লতা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ দেখতে পেয়ে তার স্ত্রী থানায় লিখিতভাবে অভিযোগ করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে আয়াত আলী আত্মহত্যা করেছে বলে তিনি জানান।