Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আউশকান্দিতে মোবাইল চোরকে উত্তম মধ্যম

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি হীরাগঞ্জ বাজার কিবরিয়া রোডে দেওতৈল আবাসিক এলাকায় দিন দুপুরে এক মোবাইল চোরকে হাতে নাতে ধরে উত্তম মধ্যম দিয়েছে স্থানীয় জনতা। জনতার হাতে ধৃত মোবাইল চোর ওই এলাকার আউশকান্দি গ্রামের মতলিব মিয়ার পুত্র জুবেল মিয়া (২০) নামের যুবক। ওই মোবাইল চোরির ঘটনায় বাড়ির গৃহকর্তার পা ধরে চোর জুবেল ক্ষমা প্রার্থনা করে স্থানীয় সামাজিক বিচারে ছাড়া পেয়েছে।
জানাযায়, গত মঙ্গলবার সকাল বেলায় ছদ্মবেশে মোবাইল চোর জুবেল মিয়া দেওতৈল আবাসিক এলাকার হাজী মোঃ তখলিছ মিয়ার বাসায় বসবাসরত ভাড়াটিয়াদের ২টি মোবাইল ফোন চোরি করে পালিয়ে যাওয়ার সময় তাকে হাতে নাতে ধরে উত্তম মধ্যম দিয়ে বেধেঁ রাখা হয়। খবর পেয়ে স্থানীয় মেম্বার ও কিছু লোকজন জড়ো হলে চোর জুবেলের পিতা মতলিব মিয়া তার ছেলেকে সামাজিক বিচারের হাতে তুলে দেওয়ার অঙ্গীকার করে ছাড়িয়ে নেন। পরে আবারো ওই রাতেই ওই এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরা ফেরার সময় তাকে আটক করে আবারো উত্তম মধ্যম দেয় জনতা। ওই ঘটনায় গতকাল বুধবার হাজী তখলিছ মিয়ার বাস ভবনে সামাজিক বিচার বসলে মোবাইল চোর ছেলে জুবেলের কৃত কর্মের জন্য সামাজিক বিচারকদের নিকট ও হাজী তখলিছ মিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করেন মতলিব মিয়া। এসময় তার ছেলে জুবেল ও পাঁ ধরে ক্ষমা প্রার্থনা করলে উক্ত বিষয় নিস্পত্তি হয়। সামাজিক বিচারে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড মেম্বার বদরুল ইসলাম বকুল, এলাকার বিশিষ্ট মুরুব্বী হাজী সানুর মিয়া, রেজাক মিয়াসহ শতাধীক লোকজন।