Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঢাকা থেকে অপহৃত শিশু চুনারুঘাট থেকে উদ্ধার

চুনারুঘাট থেকে ॥ ঢাকা থেকে অপহৃত শিশু সুন্নাত (২১ মাস) চুনারুঘাট থেকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ঢাকার রামপুরা এলাকার মোঃ কাউছারুজ্জামানের ছেলে সুন্নাত মিয়া (২১ মাস) কে বাসার কাজের মহিলা শিফা আক্তার গত ৭ সেপ্টেম্বর সকালে ছেলেকে অপহরণ করে নিয়ে আসে। অনেক খোঁজাখুজির পর ওইদিন বিকালে রামপুরা থানায় কাউছারুজ্জামান বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করে।
গতকাল মঙ্গলবার বিকালে চুনারুঘাট উপজেলার জলিলপুর খেলার মাঠে পরিত্যাক্ত অবস্থায় একটি শিশুকে দেখতে পায় এলাকার মানুষ। এ সময় শিশুটিকে দেখতে এলাকার লোকজন ভিড় জমায় এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ূব আলী তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে খবর দেয়।
খবর পেয়ে ইউপি চেয়ারম্যান খেলার মাঠে গিয়ে ওই শিশুটিকে দেখে চুনারুঘাট থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে অপহৃত শিশু সুন্নাত কে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শিশু উদ্ধারের খবর পেয়ে শিশুটির স্বজনরা রামপুরা থানার পুলিশ নিয়ে চুনারুঘাট থানায় আসেন। এসে শিশু সুন্নাতকে দেখে মা বাবা কান্নায় ভেঙ্গে পড়েন।
পরে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী মা বাবার কাছে শিশু সুন্নাতকে তুলে দেন।
উল্লেখ্য যে, কাউছারুজ্জামানের কাজের মেয়ে চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামের আনোয়ার আলীর স্ত্রী শিফা আক্তার সে প্রায় ৪ মাস পূর্বে ওই বাসায় কাজের জন্য যোগ দেয়।
আনোয়ার আলীর একান্ত অনেকেই জানায়, কাউছারুজ্জামানের পিতা বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান তালুকদার এর একটি ট্রাভেলস্ রয়েছে। ওই ট্রাভেলস্রে মাধ্যমে সে বিশ্বের বিভিন্ন দেশে আদম ব্যবসা করে। এর সুবাধে আনোয়ার আলী এলাকার কয়েকজন লোককে বিদেশ পাঠানোর জন্য ওই ট্রাভেলসে ৭/৮জন লোকের প্রায় ১৪ লাখ টাকা জমা দেয়। জমা দেওয়ার দীর্ঘদিন অতিবাহিত হলেও বিদেশ নেওয়ার কোন সুরাহা হয়নি।