Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আলোচিত অঞ্জনা হত্যাকাণ্ড ॥ তদন্তে নেমেছে ডিবি পুলিশ

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী সজল কান্তিদেবের হাসপাতালের কেয়ার্টারের বাসায় গৃহপরিচারিকা অঞ্জনা সরকারকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে নেমেছেন হবিগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রহমান। গতকাল মঙ্গলবার সকালে তদন্তকারী কর্মকর্তা আব্দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন আলামত সংগ্রহ করেন। হাসপাতাল কোয়ার্টারের অঞ্জনাকে যে রুমে ভিতর রাখা হয়েছিল সে রুমের তালা ভেঙ্গে ডিবি পুলিশ ভিতরে গিয়ে তদন্ত ও হত্যার আলামত খোজার চেষ্টা করেন। এসময় তার সাথে হাসপাতালের আর এম ও ডাঃ আব্দুস সামাদ ও পাশের রুমের বিথী রাণী সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় মামলার অপর আসামী সজল দেবের স্ত্রী এবং দুই পুত্র আকাশ কান্তি দেব ও প্রীতম কান্তি দেবের ছবি সংগ্রহ করেন। পড়ে ডিবির ওসি আব্দুর রহমান হাসপাতালের আরএমও ডাঃ আব্দুস সামাদকে রুমের চাবি বুঝিয়ে দিয়ে নিহত অঞ্জনার গ্রামের বাড়ি দত্তগ্রামে গিয়ে বাদি অঞ্জনার পিতার সাথে কথা বলেন। এসময় তিনি অঞ্জনার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের আশ্বাসদেন তিন। এসময় তিনি আরো বলেন আমাদের অভিযান অব্যাহত রয়েছে, খুনি সজল ও তার পরিবারের সদস্যকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য গত ১৪ই আগষ্ট হাসপাতাল কোয়ার্টারে পরিকল্পিতভাবে খুন করা হয় গৃহ পরিচারিকা অঞ্জনা সরকার (১৬)কে। প্রথমে নবীগঞ্জ থানায় কোন মামলা দায়ের না হলেও পড়ে সচেতন নাগরিকদের আন্দোলনের মুখে অঞ্জনার পিতা রাজেন্দ্র সরকার ৫ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আগ মুহুর্ত থেকে সজল ও তার পরিবারের লোকজন আত্মগোপনে রয়েছে।