Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ভ্যাপসা গরমে শহরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। এদিকে শিশুসহ বিভিন্ন বসয়ী মানুষের মাঝে নানা রোগ বালাই দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে প্রচন্ড তাপমাত্রার কারণে হাসপাতালের কোনো ওয়ার্ডে তিল ধারণের ঠাই নেই। চিকিৎসকরা সেবা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। অনেকেই সিট না পেয়ে বারান্দাতেই চিকিৎসা নিচ্ছেন। তবে রোগীদের অভিযোগ গ্যাসের ওষুধ ও প্যারাসিটামল ছাড়া কিছুই মিলছে না। অনেকেই বাহির থেকে কিনে এনে ব্যবহার করছেন। গরমের কারণে আমাশয়, সর্দি, কাশি, ডায়রিয়াসহ রোগ বালাই দেখা দিয়েছে। তাপদাহের কারণে গত দুইদিন ধরে সদর হাসপাতালে অর্ধশত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা লেবুর শরবত, ডাব, আখের রস, খাবার স্যালাইন ইত্যাদি খাবারসহ পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের কোনো ওয়ার্ডে ঠাই নেই।