Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নোয়াপাড়া পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মাধবপুর উপজেলার নোয়াপাড়া জোনাল অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। বিদ্যুৎ বিভাগের লোকজন মনগড়া মত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গ্রাহকসেবা দুরের কথা নানাভাবে গ্রাহকরা হয়রানীর শিকার হচ্ছেন প্রতিনিয়ত। এ অফিসে এখন টাকা ছাড়া ফাইল নড়ছে না। ফলে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, আবাসিক, বাণিজ্যিক সহ নতুন সংযোগ ও মিটার স্থানান্তরের ক্ষেত্রে ভোগান্তি দিন দিন বেড়েই চলছে। নোয়াপাড়া সায়হাম নগর ইটাখলা গ্রামের হাজী আব্দুর রাজ্জাক আবু প্রধান জানান, তার দোকানে বিদ্যুৎ সংযোগের জন্য গত ১১ ফেব্র“য়ারী ৫১ হাজার টাকা দিয়ে আবেদন করেন। বিদ্যুৎ বিভাগ যথারীতি ঠিকাদার নিয়োগের মাধ্যমে খুঁটি বসানোর কাজ সমাপ্ত করে। কিন্তু অদৃশ্য কারণে উক্ত খুঁটিতে নতুন তার টানানো হচ্ছে না। এ ব্যাপারে হাজী আব্দুর রাজ্জাক স্থানীয় সংসদ সদস্যের শরণাপন্নও হয়েছেন। নোয়াপাড়া পল্লী বিদ্যুৎ বিভাগের উপ-মহাব্যবস্থাপক (অভিযোগ) নগেন্দ্র নাথ সিংহের সঙ্গে যোগাযোগ করা হলে পল্লী বিদ্যুতের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, হাজী আবদুর রাজ্জাকের নতুন সংযোগ নিয়ে স্থানীয়ভাবে বিরোধ দেখা দিয়েছে এ কারণে তার সংযোগ পেতে দেরি হচ্ছে। তবে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে সংযোগ দিতে কোনো সমস্যা নেই।