Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নিষেধ অমান্য করে প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টর ও লরি প্রবেশ করার কারণে চলাচলে ব্যাঘাত ঘটছে। শুধু তাই নয়, এসব যানবাহনের বেপরোয়া গতির কারণে বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার, ইন্টারনেটের তারসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতি হচ্ছে। ফলে শহরের অনেক এলাকায় বিদ্যুত না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ আছে, ট্রাফিক পুলিশকে ম্যানেজ করেই তারা আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত অমান্য করে দিনে ও রাতে শহরের ভেতর এসব যানবাহন চালিয়ে যাচ্ছে। এতে একদিকে রাস্তাঘাট ভেঙ্গে খানাখন্দে পরিণত হচ্ছে, অন্যদিকে যানজট সৃষ্টির ফলে বিভিন্ন পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। সময় মতো অফিস আদালতসহ জরুরি কাজে গন্তব্যে যেতে পারছেন না।
গত সোমবার রাতে বেপরোয়া গতির একটি ট্রাক চালিয়ে যাবার সময় শায়েস্তানগর এলাকায় একটি ট্রান্সফরমার ভেঙ্গে ফেলে। এমনকি বিভিন্ন তার ছিড়ে যায়। ফলে শায়েস্তানগর এলাকাবাসী রাত সাড়ে ১০টা থেকে ৩ টা পর্যন্ত বিদ্যুতবিহীন ছিলেন। পরে বিদ্যুৎ অফিসের লোকজন এসে ট্রান্সফরমার মেরামত করলে বিদ্যুৎ স্বাভাবিক হয়।