Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ “প্রাণী সম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মাঠে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদর্শনী পালিত হয়। দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক ডা. আঃ ছামাদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবদুল কাদের, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বুরহান উদ্দিন, সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন, ৬নং কাগাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদ আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, প্রাণিসম্পদের উপসহকারি কর্মকর্তা মখলিছুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলছি মিয়া, সাংবাদিক রায়হান উদ্দিন সুমন, আহমেদ ইমতিয়াজ লিলু, রিতেশ কুমার বৈষ্ণব, বানিয়াচং প্রাণিসম্পদ অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত দীপক রঞ্জন দেব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সফল খামারী ও এলাকার জনসাধারণ।