Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের পল্লীতে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার শিবপাশা গ্রামে।
গ্রামবাসী জানায়, বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের শিবপাশা গ্রামে বেশ কিছুদিন ধরে চুরি, ডাকাতির ঘটনা বৃদ্ধি পায়। এ অবস্থায় গ্রামবাসী নিজ উদ্যোগে গ্রামে পাহারা বসায়। গত ৪/৫দিন আগে গ্রামের এক বাড়িতে ডাকাতদল হানা দেয়। বাড়ির লোকজন তা আঁচ করতে পেরে চিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় গ্রাম পাহারায় নিয়োজিত লোকজন দু’ডাকাতকে চিনে পেলে। বিষয়টি জানাজানি হলে গত শুক্রবার রাত ৮টার দিকে রঙ্গাই মিয়ার লোক ভিংরাজ মিয়ার লোকজনের উপর হামলা চায়। পরবর্তীতে এ হামলা সংঘর্ষে রূপ নেয়। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। আহতদের মাঝে ভিংরাজ মিয়া (৩৫), আবুল কালাম (২৮), শাহীন মিয়া (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল ও আব্দুস সহিদ (৪২), আব্দুল মুতাব্বির (৪০), আবিদ মিয়া (২৮), আব্দুস সাত্তার (৬৫), মখলিছ মিয়া (২৭), তাহির মিয়া (৩০), আলফু মিয়া (৩০), জিতু মিয়া (২৫) ও আব্দুল কাইয়ূম (৩৫)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।