Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জুমার খুৎবায় মাওঃ মোশাররফ হোসেন ভূইয়া ॥ আল্লাহর উপর ভরসাকারীদেরকে নিয়ামত বাড়িয়ে দেয়া হয়

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া বাজার জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মোশাররফ হোসেন ভূইয়া বলেছেন- সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। শুধু সুখের সময় আল্লাহকে স্মরণ রাখলে আর দুঃখের সময় আল্লাহর কথা ভুলে গেলে প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। সুখে দুঃখে আল্লাহর উপর ভরসাকারীদেরকে নিয়ামত বাড়িয়ে দেয়া হয়। তিনি বলেন- রাসুল (সা) এর নাম শুনলে দুরুদ পড়তে হবে, মা বাবা জীবিত থাকাকালেই বেহেশত অর্জন করতে হবে, রমজান মাস পেলেই জীবনের সমস্ত গোনাহ মাফ করাতে হবে। রাসুল (সা) এর হাদিস হচ্ছে যারা উপরোক্ত আমলগুলো করবে না, তারা নিশ্চিত ধ্বংসের মধ্যে থাকবে। ২২ মিনিটের জুমার খুৎবায় তিনি জুমাতুল বিদাআর গুরুত্ব, লাইলাতুল ক্বদরের গুরুত্ব, ইতিক্বাফের গুরুত্ব তুলে ধরেন। জুমার নামাজের পরে লুকড়া ঈদগাহ মাঠে হবিগঞ্জ শহরের আইয়ূব আলী রেস্তোরার ম্যানেজার মোঃ কামাল মিয়ার পিতা গোলাম হোসেনের জানাযার নামাজে বিভিন্ন এলাকার মুসল্লীগন অংশ গ্রহন করেন। গোলাম হোসেন বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন।