Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বৈঠাখালে ঘটনাস্থলে না থেকেও ৩ নিরীহ ব্যক্তি আসামি

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বৈঠাখালে মিথ্যা মামলা দিয়ে ৩ নিরীহ ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, ঘটনাস্থলে না থেকেও ওই তিন ব্যক্তি আসামি হয়েছেন। এ ঘটনা নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা চলছে। জানা যায়, গত ২৫ মার্চ সকালে একটি বিলে বৈঠাখাল গ্রামে সেলি মিয়া ও ঝিটকা গ্রামের আনসার মিয়া চৌধুরীর লোকজনের মাঝে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় আনসার মিয়া চৌধুরী বাদি হয়ে সেলি মিয়াসহ ১০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার এজাহারে বৈঠাখাল গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র মুসা মিয়া (২৭) কে ৬নং, একই গ্রামের তেরা মিয়ার পুত্র আব্দুর রমিজ (৩২) ৭নং ও মৃত হাসমত উল্লার পুত্র বিরাম মিয়া (৩২) কে ৮নং আসামি করা হয়। অথচ ওই দিন ওই সময় আসামিরা বাড়িতে ছিলেন না। অন্যত্র জায়গায় অবস্থান করছিলেন। কিন্তু গ্রামের কোন্দলের কারণে এই মামলায় তাদেরকে হয়রানি করার জন্য অযথা আসামি করা হয়েছে। এদিকে গ্রেফতারের ভয়ে বর্তমানে গ্রামছাড়া ওই তিন ব্যক্তি। এ কারণে তাদের পরিবার পরিজন মানবেতর জীবন যাপন করছে। এমন নিরীহ লোকদের আসামি করায় গ্রামের লোকজন তাদেরকে মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন।