Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিখোঁজের ২৫ দিনেও সন্ধ্যান মিলেনি আজমিরীগঞ্জের এনায়েত মোড়লের

স্টাফ রিপোর্টার ॥ নিখোঁজের ২৫দিন অতিবাহিত হলেও সন্ধ্যান মিলেনি এনায়েত মোড়ল (৪০) এর। গত ৫ মার্চ উমেদনগরস্থ মাহবুব রাজার মাজারে ওরস থেকে এনায়েত মোড়ল নিখোজ হয়। এনায়েত মানসিক রোগী বলে তার পিতা আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের দিনমজুর মোঃ রইছ মোড়ল জানান। এ ব্যাপারে গত ২৮ মার্চ হবিগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি করা হয়েছে। জিডিটি তদন্তের জন্য হবিগঞ্জ চৌধুরী বাজার পুলিশতে দেয়া হয়েছে।
দিনমজুর মোঃ রইছ মোড়ল জানান, তার ছেলে মোঃ এনায়েত মোড়ল মানসিক রোগে আক্রান্ত। বিভিন্ন স্থানে তার চিকিৎসা করালেও কোন সুফল পাচ্ছেন না। সর্বশেষ তিনি গত ২৯ ফেব্রুয়ারী নাসিরেনগর কবিরাজের কাছে নিয়ে যান ছেলে এনায়েতকে। সেখান থেকে হবিগঞ্জ ফেরাত পর রাত হয়ে যাওয়ার সদল কাটানোর জন্য মাহবুব রাজার মাজারে ওরসে চলে যান। এক পর্যায়ে এনায়েত পস্রাব করার কথা বলে বাবার নিকট থেকে যান। এর পর আর ফিরে আসেননি।
৪ মেয়ে ১ ছেলের জনক দিনমজুর মোঃ রইছ মোড়ল জানান, এর পর থেকে দীর্ঘ ১ মাস ধরে আত্মীয় স্বজনের বাড়ি সহ বিভিন্ন স্থানে খোজাখুজি করেও কোন সন্ধ্যান পাওয়া যায়নি। ব্যর্থ হয়ে তিনি ২৮ মার্চ হবিগঞ্জ সদর মডেল থানায় জিডি করেন।