Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দেশটিভির প্রতিনিধি আমির হামযার মোটর সাইকেল চুরি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে একের পর এক মোটর সাইকেল চুরি হচ্ছে। এতে মোটর সাইকেল আরোহীদের মাঝে আতংক বিরাজ করছে। হবিগঞ্জ শহরে মোটর সাইকেল চোরেদের হাত থেকে সাংবাদিক, আইনজীবি, জনপ্রতিনিধি, ওষুধ কোম্পানীর প্রতিনিধিসহ কেউই রেহাই পাচ্ছে না। সিসিটিভি ফুটেজ দেখেও তাদেরকে সনাক্ত করা যাচ্ছে না। গত ৬ মাসে হবিগঞ্জ শহরে প্রায় অর্ধশতাধিক মোটর সাইকেল চুরি হলেও দুই একটি উদ্ধার করতে পারলেও বাকিগুলোর কোনো হদিস মিলেনি। অনেক জিডি ও অভিযোগ থানায় জমা থাকলেও এর কার্যকরিতা নেই বলে জানিয়েছে মোটর সাইকেল মালিকরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মোটর সাইকের উদ্ধার ও চোরদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। বেশ কয়েকটি উদ্ধার করা হয়েছে। গতকাল ২৮ মার্চ শহরের রেড ক্রিসেন্টের সামন থেকে দেশ টিভির প্রতিনিধি আমির হামযার সুযুকি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় চোরের দল। চোরের দল গতকাল রাত ১০টায় মোটর সাইকেলের লক ভেঙ্গে নিমিষেই মোটর সাইকেলটি উধাও করে নিয়ে যায়। প্রসঙ্গত গত বছরের ১৩ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ থেকে প্রেসক্লাবের সভাপতি সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরীর একটি পালসার মোটর সাইকেল চুরি হয়। সিসিটিভি ফুটেজ দেখেও তা উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ২৩ নভেম্বর দুপুর ২টার সময় পুরাতন পৌরসভা সড়কের জহুর আলী হোটেলের পাশ থেকে সাংবাদিক কাজী মিজানুর রহমানের একটি এফ জেড মোটর সাইকেল চুরি হয়। তাছাড়া ইতোপূর্বেও হাসপাতাল, জজকোর্ট, জেলা প্রশাসক অফিসের সামন, চীফ জুডিসিয়াল কোর্ট ও শপিং মল থেকে প্রায় অর্ধশতাধিক মোটর সাইকেল চুরি হয়।
তবে মোটর সাইকেল মালিকরা জানিয়েছেন, এসব চুরির সাথে জড়িত রয়েছে কতিপয় নামধারী কিছু প্রভাবশালী লোকজন। যার ফলে এসব বরাবরের মতোই থেকে যায় ধরাছোয়ার বাইরে।