Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে এক মামলার বাদীকে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

লাখাই প্রতিনিধি ॥ উপজেলায় মামলার বাদীনীকে হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ওঠেছে।
জানা যায়, উক্ত উপজেলার লকনাউক গ্রামের মোঃ দুলাই মিয়ার স্ত্রী হামিদা বেগম তার খরিদা ও পৈত্রিক ভূমি একই গ্রামের জয়নাল আবেদীন গংরা জোড় পূর্বক দখলের পায়তারা করে। এ ব্যাপারে হামিদা আদালতে মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়ের পর খায়রুলের পিতা জয়নাল আবেদীন ও ফাইজুল গংরা গত ৩১ মার্চ হামিদার বোন হনুফা ও ভাগনী উষাকে মারধর করলে হামিদা বেগম বাদী হয়ে ফাইজুল ও জয়নাল আবেদীন সহ ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় জয়নাল ও তাহার ছেলে জহুর কারাভোগ করেন।
এদিকে হামিদাকে গায়েল করার লক্ষ্যে গত ২৭ এপ্রিল জয়নাল আবেদীনের মা ফরিদাকে মারধরের ঘটনায় উল্লেখ করে মামলা দয়ের করা হয়। এ মামলার হামিদা বেগমের ছেলেদেরকে আসামী করা হয়। অথচ হামিদার ছেলেরা ঘটনার অনেক দিন পূর্ব থেকেই ঢাকায় তাদের কর্মস্থলে ছিল বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। এ ব্যাপারে এলাকাবাসী জানান, উক্ত মামলার আইও সরজমিনে তদন্ত না করেই মামলার চার্জশিট দেয়ার প্রস্তুতি নিয়েছেন।
এ ব্যাপারে মামলার আইও এস আই মনির হোসেনের সাথে আলাপ করলে তিনি জানান, এই মামলার আইও ছিলেন এস আই সামছূল হক তিনি বদলী হয়ে যাওয়ার পর মামলাটি আমার কাছে হস্তান্তর করা হয়। আমি পীর্বের তদন্তকারী কর্মকর্তার তদন্তের প্রেক্ষিতে এবং আমিও আংশিক তদন্ত করে হাসপাতালের এমসি অনুযায়ী চার্জশিট দাখিল করি। এদিকে হামিদা বেগম ও তার ছেলেরা মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য পুলিশ সুপারের নিকট গত ৬ জুন আবেদন জানান।