Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পইল ইউনিয়নের বরাদ্দ মেম্বারদের নিয়ে বাস্তবায়নে ইউএনও এর নিকট আবেদন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়নের বরাদ্দ মেম্বারদের নিয়ে বাস্তবায়নের আবেদন জানানো হয়েছে। ইউনিয়নের ৯ জন মেম্বার গতকাল ২৫ মার্চ লিখিতভাবে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ দাবী জানান।
অভিযোগকারী মেম্বারগণ হচ্ছেন- ১নং ওয়ার্ড মেম্বার সাইদুর রহমান, ২নং ওয়ার্ড মেম্বার ছন্দু মিয়া, ৩নং ওয়ার্ড মেম্বার আবদুল জলিল মিন্টু, ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ কোরবান আলী, ৫নং ওয়ার্ড মেম্বার দুলাল মিয়া, ৭নং ওয়ার্ড মেম্বার এনামুল হক, মহিলা মেম্বার সৈয়দা বেগম, আমিনা খাতুন ও কাজী সাবরিনা ইয়াসমিন।
আবেদনে উল্লেখ করা হয়, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ কোন মিটিং ছাড়াই তার ইচ্ছা মতো বিভিন্ন প্রকল্প গ্রহণ করেন। মেম্বারদের সাথে কোন পরামর্শ ছাড়াই চেয়ারম্যান নিজে প্রকল্প বন্টন করেন। চলতি অর্থ বছরে ৩য় পর্যায় টিআর কাবিখা ও কাবিটা প্রকল্প কোন ইউপি সদস্য বা সদস্যার সাথে আলোচনা ছাড়াই তিনি বরাদ্দ প্রদান করেছেন। আবেদনে সদস্য সদস্যাদের নিয়ে প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মেম্বারগণ দাবী জানান।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ বলেন, প্রকল্প নিয়ে ইউপি সদস্যদের সাথে একটা ভুলবোঝাবুঝি হয়েছে। আমি তাদের সাথে আলোচনা করে বিষয়টি মিমাংসা করেছি।