Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে মশার উপদ্রব বৃদ্ধি ব্যবস্থা নেয়ার দাবি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মশার উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। দিনের বেলাতেও মশারি টানিয়ে অনেককে বসবাস করতে দেখা গেছে। কয়েল কিংবা মশার স্প্রে নিক্ষেপ করেও মশার হাত থেকে রেহাই পাচ্ছে না শহরবাসী। আর মশার কারণে শিশু ও বৃদ্ধদের রোগ বালাই দেখা দিয়েছে। বাড়ির আঙ্গিনায় যত্রতত্র ময়লা আর্বজনা ফেলার কারণে মশার বংশবিস্তার হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
শহরবাসী জানান, আগে পৌরসভা থেকে মশার ওষুধ দেয়া হতো। কিন্তু এখন দায়সারাভাবে মশার ওষুধ নিক্ষেপ করা হয়। এ ছাড়া জনসচেতনতার অভাবে বাসা বাড়িতে ময়লা আর্বজনার স্তুপ, জমে থাকা পানি ইত্যাদির কারণেও মশার বংশ বিস্তার হচ্ছে। শহরঘুরে দেখা যায়, হাসপাতাল, সদর থানা, সার্কিট হাউজ, জেলা পরিষদ, জজকোর্ট, ফৌজদারী কোর্ট, স্কুল-কলেজসহ বাসা-বাড়িতে দিনের বেলা মশা ভনভন করছে। অনেককে কয়েল জ¦ালিয়ে কাজ করতে দেখা যায়। সামনে বর্ষা মৌসুমের আগে যদি ব্যবস্থা না নেয়া হয় তাহলে মরণব্যধি ডেঙ্গুর আতংক রয়েছে। এ থেকে পরিত্রাণের জন্য শহরবাসী পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করছেন।