Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে বিদ্যুতের ভেলকিবাজী

স্টাফ রিপোর্টার ॥ এখনো ঠিকঠাক ভাবে বাড়েনি গরমের তীব্রতা। শীতের রেশ কাটাতে না কাটতেই এরমধ্যেই বিদ্যুতের ভেলকীবাজি শুরু হয়েছে হবিগঞ্জে। এই সময়ে বিদ্যুতের চাহিদা কম থাকলেও গত কয়েকদিন ধরে দফায় দফায় বিভ্রাটে পড়ছেন হবিগঞ্জবাসী। তবে এই রমজান মাসে বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন হবিগঞ্জের বাসিন্দারা। গরম বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের আসা যাওয়া। হবিগঞ্জে ২-৩ ঘণ্টা পরপর লোডশেডিং হচ্ছে। ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। বাসাবাড়ি থেকে শুরু করে অফিস-আদালতে নিত্যদিনের কাজে ব্যাঘাত ঘটছে। চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কমে যাওয়ায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। গ্রাহকরা জানান, লোডশেডিংয়ের পাশাপাশি ভোল্ডেজ উঠানামা করে। এতে করে ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন ইলেক্ট্রিক সামগ্রী বিকল হয়ে যায়। শহরবাসী বলছেন, এখনো সে অর্থে গরম পরেনি। তবে এরই মধ্যে লোডশেডিং বেড়ে গেছে। গত কয়েকদিন ধরে ঘন ঘন লোডশেডিং। অনেক সময় তারাবি, জুম্মার নামাজ, সেহেরি বা ইফতারের আগে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ বন্ধের কোনো শিডিউল ও দেওয়া হয়নি। সারাদিনে প্রায় ৩-৪ বার বিদ্যুৎ যায়। এই রোজার সময় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে জানান তারা।