Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুতাং নদীতে কুমির আতংক!

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সুতাং নদীতে রাক্ষুসে কুমির আতংক দেখা দিয়েছে। কুমিরের ভয়ে ওই নদীতে এখন আর কেউ মাছ ধরতে নামছে না। গোসলতো দূরের কথা সাধারণ মানুষ নদীর ধারে কাছে যেতেও ভয় পাচ্ছে। ইতোমধ্যে রাক্ষুসে কুমির একটি গরু ও একটি ছাগল খেয়ে ফেলেছে এমন সংবাদে সর্বত্র আতংক দেখা দেয়। সুতাং পাড়, জোয়ার লালচান্দ, দুবাড়িয়া, লাদিয়া, মহিমাউড়া, পঞ্চাশ সহ নদী ঘেষা গ্রামগুলোতে সুতাং নদীর কুমিরের আতংকের রসালো আলোচনা চলছে। এখন মাছ ধরার মৌসুম হলেও কুমির আতংকে মাছ শিকারিরা সুতাং নদীতে নামতে সাহস পাচ্ছে না। এ প্রসঙ্গে কালিনগর গ্রামের মাওলানা কে.এম আকছির জানান, গত কয়েকদিন আগে কয়েকটি গরু ও কয়েকটি ছাগল সুতাং নদীর চরে ঘাস খাওয়ার সময় হারিয়ে যায়। অনেক খোঁজাখোজির পর ওই গরু ও ছাগলটি টুকরো টুকরো অবস্থায় পাওয়া যায় সুতাং নদীর একটি ডরে। এর পরই শোর পড়ে যায় কুমির খেয়ে ফেলেছে। আদৌ ওই নদীতে কুমিরের অবস্থান আছে কিনা এমন সন্দেহ ঘোরপাক খাচ্ছে সর্বত্র।