Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বানিয়াচং থানা পুলিশের মতবিনিময় সভা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে বানিয়াচং থানা পুলিশ। গতকাল (১০ মার্চ) রবিবার দুপুর ১২ টায় বিদ্যালয় সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ওসি দেলোয়ার হোসেন বলেন, জীবনে কখনো মা-বাবা এবং শিক্ষকদের সাথে খারাপ আচরণ করা যাবে না, সব সময় গুরুজনদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে হবে। ছাত্র জীবন হচ্ছে মূল্যবান একটি সময়, এসময়টিকে যথাযথভাবে ব্যবহার করতে পারলে বাকী জীবন সুন্দরভাবে কাটানো সম্ভব। মদ, গাঁজা, জুয়াসহ সকল ধরনের অপরাধ প্রবনতা থেকে নিজেকে দূরে রাখতে হবে, এসবকে ঘৃনার চোখে দেখতে হবে। মাদকের সাথে অপরাধ এবং অপরাধীদের একটি ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। মাদক ক্রয়ের জন্য মাদকাসক্তরা যে কোন ধরনের ঘৃণিত কাজের সাথে জড়িয়ে পড়ে। ক্ষুদ্র অপরাধ থেকে শুরু করে বড় ধরনের ক্রাইম পর্যন্ত করে ফেলে মাদকসেবীরা। তাই সম্মিলিতভাবে সবাইকে এসব অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।