Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে চুরির অভিযোগে সহোদর শিশুকে নির্যাতনের ঘটনায় মেম্বারসহ গ্রেফতার ২ ॥ থানায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে গরু চুরির অপবাদে দুই শিশুকে গাছের সাথে বেঁধে বেধড়ক পিঠিয়েছে ইউপি সদস্যসহ গ্রাম্য মাতব্বররা। এ ঘটনায় ইউপি সদস্যসহ দু’জনকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। পরে গতকাল শুক্রবার (৮ মার্চ) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, আহম্মদাবাদ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. মমিনা খাতুন ও একই ইউনিয়নের বনগাঁও গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আব্দুর রউফ। গত বৃহস্পতিবার রাতে তাদের বিরুদ্ধে নির্যাতিত শিশুদের নানী আনোয়ারা খাতুন বাদী হয়ে ইউপি সদস্য মমিনা খাতুনসহ ৫ জনের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিশিরি গ্রামের মৃত কন্টু মিয়ার ছেলে নুর ইসলাম (১০) ও আব্দুল হাকিমের ছেলে তোফাজ্জল (৮) একই মা তাসলিমা খাতুনের সন্তান। দুই সন্তানকে নিয়ে তাসলিমা তাদের নানী বাড়িতে থাকতেন। সম্প্রতি জীবিকার সন্ধানে তাসলিমা সৌদি আরব পাড়ি জমান। গত ৪ মার্চ বিকেলে কালিশিরি গ্রামের জোবায়ের নামে এক যুবক শিশু নুরুল ও তোফাজ্জলকে মাঠ থেকে গরু চুরির অভিযোগে ধরে এনে বাড়ির একটি গাছের সাথে বেঁধে রাখে। এ সময় ঘনশ্যামপুর গ্রামের সাজল মিয়া, বনগাঁও গ্রামের আব্দুর রউফ, ইউপি সদস্য মমিনা খাতুনসহ ৭ থেকে ৮ জন শিশু দু’টিকে বেধড়ক মারধর করে।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, ঘটনাটি ৪ মার্চ ঘটলেও পুলিশকে কেউ জানায়নি। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিও প্রকাশিত হলে বিষয়টি তাদের নজরে আসে। রাতেই ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়। এ ঘটনায় নির্যাতিত শিশুর নানী আনোয়ারা খাতুন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ আরও ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।