Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তানগর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন রমজানকে ঘিরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে এক শ্রেণির ব্যবসায়ীরা। নানা অজুহাতে কিংবা কোনো একটা ইস্যু পেলেই তারা দাম বাড়িয়ে দেয়। তবে সরকারের পক্ষ থেকে বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে বলা হলেও ব্যবসায়ীরা তা আমলে নিচ্ছেন না। তাদের দাবি, তারা দাম দিয়ে কিনে আনেন, তাই দামে বিক্রি করে থাকেন।
গতকাল বুধবার দুপুরে শায়েস্তানগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে কোনো কোনো ব্যবসায়ীরা সটকে পড়ে। আবার কোনো কোনো ব্যবসায়ীকে অতিরিক্ত মূল্য আদায়ের জন্য জরিমানা করা হয়।
ক্রেতাদের অভিযোগ, ওই বাজারে অন্যান্য বাজারের চেয়ে মাছ, মাংস, সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দ্বিগুণ রাখা হয়। অথচ পণ্যের গায়ে মূল্য থাকলেও নানা অজুহাতে অতিরিক্ত দাম আদায় করা হয়। এ বিষয়ে ক্রেতারা ওই বাজারে আরও মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।