Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাসদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের উর্ধগতির প্রতিবাদে বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার আয়োজনে গতকাল সোমবার দুপুর ১২ টায় আরডি হল প্রাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলার নেতা শংকর শূক্লবৈদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসমাইল হোসেন মিন্টু, রইছ আলী, বিলাল মিয়া, মুজিবুর রহমান, ফখরুল ইসলাম প্রমূখ।
গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি কেন? শেখ হাসিনা জবাব চাই, দ্রব্যদ্রব্য মূল্যের উর্ধগতি জনগনের দূর্গতি, তেল ছাড়া তরকারি খাই এমন সরকার দরকার নাই, তেল ছাড়া রান্না জনগণের নীরব কান্না, আমি ডামির সরকার সিন্ডিকেটের পাহারাদার, আমি ডামির সরকার মূল্য বৃদ্ধির পাহারাদার, সকল হাট-বাজারে রেশনের দোকান চালু কর, টিসিবিকে অধিক মাত্রায় কার্যকর কর, ভাত দে ইত্যাদি হাতের লেখা স্লোগান সম্বলিত পোষ্টার। এ সময় সমাবেশের কর্মীরা বহন করেন।
সমাবেশে বক্তৃতাগণ বলেন, গ্যাস-বিদ্যুত একটি রাষ্ট্রীয় সেবা মূলক খাত। এটাকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ১৫ বছরে ১৩ বার দাম বাড়িয়ে বাণিজ্যিক খাতে পরিণত করেছে। এ খাত থেকে গত ১৩ বছরে ১ লক্ষ কোটি টাকার উপরে কুইক রেন্টালের বিদ্যুৎ কেন্দ্রে গুলোর মালিকদেরকে দিয়েছে। অর্থাৎ বিদ্যুত খাতটিকে লুটপাটের খাতে পরিণত করে ঘাটতির দায় জনগণের গাড়ে চাপিয়ে দিয়েছে। মার্চ মাসের গত ১ তারিখ থেকে বিদ্যুতের দাম বাড়ানোর মাধ্যমে সিন্ডিকেট ব্যবসায়ীদের দ্রব্য মূল্য আরেক দফা বাড়ানোর সুযোগ তৈরি করে দিয়েছে। তাই বক্তাগণ অবিলম্বে বিদ্যুতের মূল্য কমানো এবং ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে জিনিসপত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার আহবান জানান।